ajkerit

1p, 2d, 3f এই অরবিটাল গুলোর অস্তিত্ব নেই কেন?

সহকারী কোয়ান্টাম সংখ্যা L (l) নির্ধারণ করে কত সংখ্যক অরবিটাল যুক্ত হতে পারবে।
একটি বিশেষ কোয়ান্টাম শ্রেনী n এর জন্য L= n-1,
উদাহরণস্বরুপ n=1 হলে,
L= 1-1
L= 0
অনুরুপ n=2 হলে, L= 1 হবে।
আবার আমরা জানি,
L=0=s অরবিটাল।
L= 1=p অরবিটাল।
L= 2=d অরবিটাল।
L= 3=f অরবিটাল।
1p এর ক্ষেত্রেঃ
L=1 হলে তা p অরবিটালে যুক্ত হতে পারে কিন্তু এখানে n=1 হওয়ায় L=1 হতে পারেনা, কারন n=L-1, অর্থাৎ এক্ষেত্রে L=1-1=0
তাই এখানে শুধু 1s অরবিটাল সম্ভব।
2d এর ক্ষেত্রেঃ
L=2 হলে তা d অরবিটালে যুক্ত হতে পারে কিন্তু এখানে n=2 হওয়ায় L=2 হতে পারেনা।
কারন n=L-1, অর্থাৎ এক্ষেত্রে L=2-1=1.
এই 1 মানে 0 থেকে 1 পর্যন্ত।
তাই এখানে শুধু 2s, 2p অরবিটাল সম্ভব।
3f এর ক্ষেত্রেঃ
L=3 হলে তা f অরবিটালে যুক্ত হতে পারে কিন্তু এখানে n=3 হওয়ায় L=3 হতে পারেনা।
কারন n=L-1, অর্থাৎ এক্ষেত্রে L=3-1=2.
এই 2 মানে 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2।
তাই এখানে শুধু 3s, 3p, 3d অরবিটাল সম্ভব।
যেহেতু উক্ত শক্তিস্তর সমূহ L এর নিয়ম পালন করেনা তাই এদের অস্তিত্ব নেই বা এগুলো অসম্ভব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit