ajkerit

দ্রুত শতকরা নির্ণয় করার টেকনিক

1. 30% of 50= 15 (3*5=15) কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে এর
উত্তর বের করবেন? প্রশ্নে
উল্লেখিত সংখ্যা দুটি হল 30
এবং 50। এ
খানে উভয় সংখ্যার এককের
ঘরের অংক ‘শুন্য’ আছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের
অংক ‘শুন্য’ হয় তাহলে উভয়
সংখ্যা থেকে তাদেরকে (শুন্য)
বাদ দিয়ে বাকি যে সংখ্যা
পাওয়া যায় তাদেরকে গুণ
করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ
করলেই উত্তর বের হয়ে যাবে।
2. 40% of 60= 24 (4*6=24)
3. 20% of 190= 38 (2*19=38)
4. 80% of 40= 32 (8*4=32)
5. 20% of 18= 3.6 (2*1.8=3.6) এখানে দুটি সংখ্যার মধ্যে
একটির এককের ঘরের সংখ্যা
‘শুন্য’।
তাহলে এখন কি করব? ঐ ‘শুন্য’
টাকে বাদ দেব আর যে
সংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার এককের ঘরের আগে
একটা ‘দশমিক’ বসিয়ে দেব।
বাকী কাজটা আগের মতই।
6. 25% of 44=11 (2.5*4.4=11)
7. 245% of 245=600.25
(24.5*24.5=600. 25)
8. ১২৫ এর ২০% কত? =২৫
(১২.৫*২=২৫)
9. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)
10. ১১৫২৫ এর ২৩% কত?
=২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫ ০.৭৫)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit