ajkerit

বিভিন্ন দেশের আইনসভা বা সংসদের নাম 

1. ভারতের আইন সভার নাম - লোকসভা বা রাজ্যসভা।
2. পাকিস্তানের আইন সভার নাম - জাতীয় পরিষদ বা সিনেট।
3. জাপানের আইন সভার নাস - ডায়েট।
4. বাংলাদেশের আইন নাম- জাতীয় সংসদ।
5. মালয়েশিয়ার আইন সভার নাম - মজলিস।
6. মঙ্গোলিয়ার আইন সভার নাম - থুরাল।
7. আফগানিস্তানের আইন সভার নাম - শূরা।
8. ইরানের আইন সভঅর নাস - মজলিস।
9. ইসরাইলের আইন সভার নাম - নেসেট।
10. তাই্ওয়ানের আইন সভার নাম - উয়ান।
11. যুক্তরাজ্যের আইন সভার নাম - পার্লামেন্ট।
12. নেপালের আইন সভঅর না্স - কংগ্রেস বা পঞ্চায়েত।
13. চীনের আইন সভার নাম - কংগ্রেস।
14. রাশিয়ার আইন সভার নাম - সুপ্রিম সোভিয়েত অ্যাসেম্বলি।
15. স্পেনের আইন সভার নাম - ক্রেটস।
16. তুরস্কের আইন সভারনাম - গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
17. সুইডেনের আইন সভারনাম - রিক্সড্যাগ।
18. ফ্রান্সের আইন সভার নাম - চেম্বার।
19. নেদারল্যান্ডের আইন সভার নাম - স্ট্যাটেড জেনারেল।
20. পোলেন্ডের আইন সভার নাম - সীম।
21. নরওয়ের আইন সঅর নাম - স্টরটিং।
22. ডেনমার্কের আইন সভার নাম - ফোকেট।
23. জার্মানির আইন সভার নাম - রাইখস্ট্যাগ।
24. মিশরের আইন সভার নাম - দারুল আওয়াম।
25. আয়ারল্যান্ডের আইন সভার নাম - ডেল আয়ারম্যূান বা ওয়ারেখটাস।
26. ইতালির আইন সভার নাম - সিনেট।
27. যুক্তরাষ্ট্রের আইন সভার নাম - কংগ্রেস।
28. কানাডার আইন সভার নাম - পার্লামেন্ট।
29.অস্ট্রেলিয়ার আইন সভার নাম - পার্লামেন্ট।
30. গ্রিসের আইন সভার নাম - চেম্বার অব ডেপুটিজ।
31. আইসল্যান্ডের আইন সভার নাম - আলথিং।
32. ইন্দোনেসিয়ার আইন সভার নাম - পিপল্স কনসাল্টেটিভ অ্যাসেম্বলি।
33. উত্তর কোরিয়ার আইনসভার নাম - সুপ্রিম পিপল্স অ্যাসেম্বলি।
34. জায়ারের আইন সভার নাম - ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল।
35. দক্ষিণ আফ্রিকার আইন সভার নাম - হাউজ অব অ্যাসেম্বলি।
36. নিইজিল্যান্ডের আইন সভার নাম - হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
37. ভুটানের আইন সভার নাস - সোংডু।
38. মালদ্বীপের আইন সভার নাম - মজলিস।
39.মায়ানমারের আইন সভার নাম - পিথু ইটার্ড।
40. লিথুনিয়ার আইন সভার নাম - সিসাম।
41. লিবিয়ার আইন সভার নাম - জেনারেল পিপল্স কংগ্রেস।
42. সিরিয়ার আইন সভার নাম - পিপল্স কাউন্সিল।
43. রুমানিয়ার আইন সভার নাম - গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
44. হাইতির আইন সভার নাম - চেম্বর অব ডেপুটিজ সিনেট।
45. হাঙ্গেরির আইন মভার নাম - ন্যাশনাল অ্যাসেম্বলি।
46. সেসেলসের আইন সভারনাম - পিপল্স কাউন্সিল।
47. সুইজারল্যান্ডের আইন সভার নাম - ফেডারেল অ্যাসেম্বলি।
48. ব্রাজিল এর আইন সভঅর নাম - ন্যাশনাল কংগ্রেস।
49. গ্রানাডার আইন সভার নাম - হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
50. কেপভার্দের আইন সভার নাম - পিপল্স ন্যাশনাল অ্যাসেম্বলি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit