ajkerit

যেকোনো সংখ্যাকে ৫ দ্বারা গুন করার ট্রিক

যেকোনো সংখ্যাকে ৫ দ্বারা গুন করার ট্রিক


কার্যপদ্ধতিঃ
• প্রথমে সংখ্যাটিকে ২ দিয়ে ভাগ করতে হবে৷
• তারপর ভাগফলের ডান দিকে একটি ০ (শূন্য) বসিয়ে দিন, পেয়ে যাবেন ফলাফল৷
তবে, ভাগফল দশমিক সংখ্যা আসলে অতিরিক্ত শূন্য না বসিয়ে দশমিক বাদ দিলেই (মনে করতে হবে) পেয়ে যাবেন ফলাফল৷
উদাহরণঃ
২২৪ কে ৫ দ্বারা গুনঃ
কার্যধারাঃ
২২৪ কে ২ দ্বারা ভাগ করলে ভাগফল হবে ১১২৷ এর শেষে একটি ০ (শূন্য) বসিয়ে দিলে হবে ১১২০৷ মিলিয়ে দেখুন তো হয়েছে কীনা?
এবার আরেকটি উদাহরণ দেখুনঃ
২৭৩ কে ৫ দ্বারা গুনঃ
২৭৩ কে ২ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে ১৩৬.৫৷ মনে করুন, দশমিক বাদ৷ তাহলে সংখ্যাটি পাওয়া যাবে ১৩৬৫৷ এবার নিজে চেষ্টা করে দেখুন৷ ২৭৫৬ কে ৫ দ্বারা গুন করলে গুনফল কত হবে? জানিয়ে দিন কমেন্ট এ৷ কেমন লাগলো? ভালো লাগলে অনুপ্রাণিত করে সাথে থাকবেন৷ ধন্যবাদ৷ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit