ajkerit

English Grammar: Parts of Speech


Sentence এ ব্যবহৃত প্রতিটি শব্দ বা word কে parts of speech বলে ।
যেমন - He plays cricket. 
He, play, cricket প্রত্যেকটি parts of speech এর অন্তর্গত।
parts of speech কে আট ভাগে ভাগ করা যায় ।
1. Noun ( বিশেষ্য ) 2. Pronoun ( সর্বনাম )
3. Adjective ( বিশেষণ)
4.Verb ( ক্রিয়া )
5. Adverb ( ক্রিয়া বিশেষণ) 6. Preposition (পদান্বয়ী অব্যয় 7.Conjunction (সংযোজক অব্যয় )
8. Interjection (অন্তর্ভাবমূলক অব্যয় )
1. Noun ( বিশেষ্য ) : যে word দ্বারা কোন কিছুর #নামবুঝায় তাকে noun বলে ।
যেমন - Rahim, Dhaka, honesty,
2. Pronoun ( সর্বনাম ) :Noun এর পরিবর্তে যে সকল word/শব্দ ব্যবহৃত হয় তাকে pronoun বলে । pro শব্দের অর্থ পরিবর্তন বা
এর সমতুল্য । সুতরাং pronoun শব্দের অর্থ হলো noun এর পরিবর্তে বা noun এর সমান ।
যেমন :He She,It,I,We,They.
3. Adjective ( বিশেষণ ) : যে word দ্বারা noun বা Pronoun এর দোষ ,গুণ, অবস্থা,সংখ্যা, পরিমাণ, ইত্যাদি প্রকাশ পায় ,তাকে Adjective বা বিশেষণ বলে ।
যেমন : Good, Many ,Tall ,Red ,
4.Verb ( ক্রিয়া ) : যে word দ্বারা কোনো কিছু করা বুঝায় , তাকে Verb বলে ।
যেমন - play, sing, go...
5. Adverb ( ক্রিয়া বিশেষণ ) : যে word দ্বারা noun বা pronoun ব্যতীত Verb , Adjective অথবা অন্য কোনো Adverb এমনকি কোনো Sentence অথবা যে-কোনো Parts of Speech কে modify(বিশেষায়িত) করে ,তাকে Adverb বলে ।
যেমন :
Slowly, very , quickly ,nicely..
6. Preposition (পদান্বয়ী অব্যয় ): যে word কোনো noun বা pronoun এর পূর্বে বসে সে noun বা pronoun এর সঙ্গে Sentence -এর অন্তর্গত অপর কোনো word এর সম্পর্ক প্রকাশ করে ,তাকে Preposition বলে ।
যেমন -
With , to ,for , by , off , in ,at ,Who ,whom ,what ,which ,whose ,either ,neither ,each ,every, so, much
7.Conjunction (সংযোজক অব্যয় ) : যে word দুই বা ততোধিক word phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে , তাকে Conjunction বলে ।
যেমন :
And ,But , Or etc
8. Interjection : যে word মনে আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে , তাকে Interjection বলে ।
যেমন :
Alas ,Hurrah
Parts_of_Speech_শেখার_সহজ_কৌশল
.
√ নয়নে যাহা পড়ে তাহাই Noun
√ Pronoun হলো বদলি খাটা
√ Adjective দোষ-গুনে গায় গান
√ Verb হলো হাঁটাহুটা
√ Adverb হলো রকম-সকম
√ Preposition এর অবস্থান
√ যোগ-বিয়োগে Conjunction
√ সুখে-দু:খে Interjection
.
Analysis:
.
 Noun:- নয়নে যাহা পড়ে তাহাই noun মানে হল আমাদের চারপাশে যা আছে তা সবকিছুই Noun।
যেমন:- father, mother, chair , table, school ইত্যাদি
I live in Dhaka.
-
 Pronoun : Pronoun এর বদলি খাটা ,এর মানে হল noun এর পরিবর্তে যেটি বসে সেটি-ই হলpronoun.
যেমনঃ He,she,it, theyইত্যাদি।
Rahim is a good boy.
He plays cricket.
এখানে Rahim এর পরিবর্তে he বসেছে।
তাই এটি হল pronoun..
-
Adjective :- Adjective এর দোষ গুনে গায় গান,মানে হল adjective দ্বারা কোন কিছুর দোষ-গুন,অবস্থা, সংখ্যা ,পরিমান ইত্যাদি বুঝায়।
যেমনঃ He is a good boy.
এখানে good হল Adjective.
এটি দ্বারা গুন বুঝানো হয়েছে।
-
Verb: Verb এর হল হাটাহুটা মানে হল- এটি দ্বারা কোনকিছুর কার্য সম্পাদন করা বুঝায়।
যেমনঃ I am writing in a blog.
-
Adverb: Adverb এর রকম-সকম মানে হল- এটি দ্বারাকোন verb কিভাবে সম্পন্ন হচ্ছে তা বুঝায়।
যেমনঃ I am writing slowly.
এখানে slowly একটি adverb.
-
Preposition: Pre মানে পুর্বে , Position মানে অবস্থান। অর্থাৎ,Preposition মানে পুর্বে-অবস্থান ।এটি কোন কিছুর পুর্বে বসে সেই word এরঅবস্থান নির্দেশ।
যেমনঃ I am in Dhaka.
এখানে "in" হলো preposition.
-
Conjunction: যোগ-বিয়োগে Conjunction মানে হল- কোন শব্দ বা বাক্যের মধ্যে এটি সংযোগঘটায়
।যেমনঃ He is polite and brilliant.
এখানে "and" হলো Conjunction.
-
Interjection:এটি দ্বারা কোন কিছুর সুখ,দুঃখ,আনন্দ,বেদনা ইত্যাদি বুঝায় ।যেমনঃ Hi! How are you?
এখানে 'Hi' word টি Interjection.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit