ajkerit

১০০ এর নিচের সংখ্যা এর বর্গের সহজ নিয়ম

১০০ এর নিচের সংখ্যা এর বর্গের সহজ নিয়ম

শেষে ০ থাকলে সামনের ডিজিটের স্কয়ার করে শেষে ০০ বসাতে হবে।
উদাহরণ : ৬০^২=৩৬০০.

 যদি শেষে ১ থাকে তাহলে সংখ্যাটির সাথে একবার ১যোগ করে আরেকবার ১ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাদ্বয়কে গুন করে শেষের ডিজিটের পরিবর্তে ১ বসাতে হবে।
উদাহরণ : ৩১^২; ৩০*৩২=৯৬০; সুতরাং উত্তর হবে ৯৬১।

 যদি শেষে ২ থাকে তাহলে সংখ্যাটির সাথে একবার ২ যোগ করে আরেকবার ২ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাদ্বয়কে গুন করে শেষের ডিজিটের পরিবর্তে ৪ বসাতে হবে।
উদাহরণ : ৩২^২; ৩০*৩৪=১০২০; সুতরাং উত্তর হবে ১০২৪

 যদি শেষে ৩ থাকে তাহলে সংখ্যাটির সাথে একবার ৩ যোগ করে আরেকবার ৩ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাদ্বয়কে গুন করে শেষের ডিজিটের পরিবর্তে ৯ বসাতে হবে।
উদাহরণ : ৩৩^২; ৩০*৩৬=১০৮০; সুতরাং উত্তর হবে ১০৮৯

 যদি শেষে ৪ থাকে তাহলে সংখ্যাটিকে ২ দিয়ে ভাগ করে শেষে ২থাকলে রুল 3. আর শেষে ৭ থাকলে রুল 8. অনুসরণ করে স্কয়ার বের করে ৪ দিয়ে গুন করলেই উত্তর চলে আসবে।
উদাহরণ : ৩৪^২; ৩৪÷২=১৭; ১৭^২=২৮৯. সুতরাং উত্তর হবে ২৮৯*৪=১১৫৬.(গুন করার সহজ নিয়ম পরে আলাদা পোষ্ট দেয়া হবে।)

 যদি শেষে ৫ থাকে তাহলে সংখ্যাটির প্রথম ডিজিটকে তার পরের ক্রমিক সংখ্যা দিয়ে গুন করে প্রাপ্ত সংখ্যার শেষে ২৫ বসালেই চলবে।
উদাহরণ : ৫৫^২; ৫*৬=৩০; সুতরাং উত্তর হবে ৩০২৫.

 যদি শেষে ৬ থাকে তাহলে সংখ্যাটিকে ২ দিয়ে ভাগ করে শেষে ৩ থাকলে রুল 4. আর শেষে ৮ থাকলে রুল 9. অনুসরণ করে স্কয়ার বের করে ৪ দিয়ে গুন করলেই উত্তর চলে আসবে।
উদাহরণ : ৪৬^২; ৪৬÷২=২৩; ২৩^২=৫২৯ সুতরাং উত্তর হবে ৫২৯*৪=২১১৬

 যদি শেষে ৭ থাকে তাহলে 4. নাম্বার রুল অনুসরণ করুন।
উদাহরণ : ৩৭^২; ৩৪*৪০=১৩৬০; সুতরাং উত্তর হবে ১৩৬৯

 যদি শেষে ৮ থাকে তাহলে 3. নাম্বার রুল অনুসরণ করুন।
উদাহরণ : ৪৮^২; ৪৬*৫০=২৩০০ সুতরাং উত্তর হবে ২৩০৪

 যদি শেষে ৯ থাকে তাহলে সংখ্যাটির সাথে একবার ১যোগ করে আরেকবার ১ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাদ্বয়কে গুন করে শেষের ডিজিটের পরিবর্তে ১ বসাতে হবে।
উদাহরণ : ৯৯^২; ৯৮*১০০=৯৮০০; সুতরাং উত্তর হবে ৯৮০১।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit